
নিজস্ব প্রতিবেদকঃ
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অষ্টমীর দিনে কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।পরিদর্শনকালে তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে খোঁজখবর নিচ্ছি। নির্বিঘ্নে তারা যেন উৎসব পালন করতে পারে, সেজন্য আমরা তৎপর রয়েছি।”
এ সময় উপস্থিত ছিলেন—কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য আবু মনি সাকলায়েন এলিন, জীবন প্রমুখ।
এ্যাড. শামিম উল হাসান অপু পরিদর্শন করেন—শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির, নব-রজনী সংঘ সার্বজনীন পূজা মন্দির, বৈশাখী সংঘ, ফাল্গুনী সংঘ, আমলাপাড়া সার্বজনীন পূজা মন্দির, আমরা পূজারী গোষ্ঠী, আইকা সংঘ সার্বজনীন পূজা মন্দির, শিবশক্তি মন্দির, বড়বাজার সার্বজনীন পূজা মন্দির।