Pathikrit Most Popular Online NewsPaper

    জনগণ ভোট সেন্টারে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত-টিটু

    নিজস্ব প্রতিবেদক :  কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও সদর আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাফিজ আহম্মেদ খান টিটু বলেছেন, জনগণ যদি ভোট সেন্টারে গিয়ে সুষ্ঠভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত। 

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) দুপুর সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

    তিনি আরও বলেন, কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা প্রার্থী হওয়ায় তারা সদর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের নামের তালিকা করে ভোট সেন্টারে নিয়ে ভোট দখল করার চক্রান্ত করছে বলে শোনা যাচ্ছে।

    দেশের মানুষ যেদিকেই তাকাবে সেদিকেই আমার উন্নয়নের ছোঁয়া দেখতে পাবে। এ কথাটি যিনি বলেছিলেন, তিনি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি আজ আমাদেও মাঝে নেই। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দক্ষ ও সফল রাষ্ট্রনায়কের সম্মানে অভিহিত। এই ব্যক্তিত্বকে বলা হয় নতুন বাংলার স্বপ্নদ্রষ্টা। জাতীয় পার্টি এবার যদি ক্ষমতায় আসে তাহলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ৯ বছরের সফল রাষ্টপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অসমাপ্ত কাজগুলো জন বন্ধু জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে সম্পন্ন করবে। আওয়ামী লীগ, বিএনপি এবং সাধারণ জনগণের জন্য একমাত্র নিরাপদস্থল হল জাতীয় পার্টি।

    এর আগে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এহেতেশাম রেজার নিকট মনোনয়ন ফরম জমা দেন।

    Spread the love