Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৩ অক্টোবর)বিকেল সাড়ে ৪টায় শহরের হাউজিং বি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই এলাকার আবদুস সালাম (৪৮), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এঘটনায় আহত হয়েছেন নিহত আবদুস সালামের ছেলে সিয়াম (১৪)। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) তাপস কুমার সরকার। তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং বি ব্লক এলাকায় আবদুস সালামের বাড়ি বৈদ্যুতিক ওয়ারিং এ ত্রুটির কারণে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়। এসময় ওই বাড়িতে থাকা পরিবারের সদস্যদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একই পরিবারের তিনজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলমের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কারণ খুঁজে পাননি তারা। জানা নেই এ বিষয়ে। কুষ্টিয়া মডেল থানার (ওসি) তদন্ত ‎দিপেন্দ্রনাথ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

    Spread the love