Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘শহিদ’ সম্মোধন করায় আপত্তি জানিয়েছে আওয়ামীপন্থী আইনজীবীরা।

    সোমবার কুষ্টিয়া জেলা জজ আদালতে জামিন শুনানির সময় আওয়ামীলীগ পন্থী আইনজীবিরা এ আপত্তি জানান এবং এসময় এজলাসে হট্টগোলের সৃষ্টি হয় বলে জানা যায়।পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম বলেন, “সোমবার সকালে জিআর ৩১৪ ও ৩১৫ মিস কেসের ৭/৮ জনের জামিন শুনানি চলাকালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের শহিদ সম্মোধন করায় বারের সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু, এ্যাড. হাসানুল আসকর হাসু, এ্যাড. শরিফুল ইসলাম সহ আওয়ামীপন্থী আইনজীবীরা প্রতিবাদ জানান। এসময় আওয়ামীপন্থী আইনজীবীদের সাথে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে জেলা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম এজলাস ত্যাগ করতে চাইলে আমরা বিজ্ঞ বিচারককে কার্যক্রম চালিয়ে যেতে অনুরোধ করি।

    কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু বলেন, হাজারের বেশি শহীদের রক্তের বিনিময়ে ২য় বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ। আর এই স্বাধীনতাকে যারা অস্বীকার করবে স্বৈরাচারের দোসর।

    “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান প্রতিবেদককে মুঠোফোনে বলেন,” ২০২৪’র গণঅভ্যুত্থানে শহিদদের নিয়ে যদি কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করে তবে তাদের কোনরকম ছাড় দেওয়া হবে না।

    “আওয়ামীপন্থী আইনজীবী বারের সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদ মুঠোফোনে প্রতিবেদককে বলেন,” জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের শহিদ বলার বিষয় নিয়ে কথা কাটাকাটি, বাকবিতন্ডা হয়নি। তবে জামিন শুনানির সময় একটু তর্কবিতর্ক হয়েছে।”

    Spread the love