নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা ইউনিটের নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গতকাল দুপুর ২টায় স্পেশাল পিপির কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।
সভায় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট বুলবুল আহমেদ লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিনা মাহমুদা সিদ্দিকা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম, সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নাফ, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ মিয়া, অ্যাডভোকেট আজমল হক, অ্যাডভোকেট হাসান রাজ্জাক রাজু প্রমুখ।
সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।