Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিনিধি:

    কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানা এলাকার চারটি বিদ্যালয়ে জাহিদ ফাউন্ডেশনের উগ্যোদে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাতের আলী দাখিল মাদ্রাসা, মধুপুর হদিরন নেছা মাধ্যমিক বিদ্যালয় ও সুগ্রীবপুর প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।চারা বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এবছর ১০ হাজার গাছের চারা রোপন এবং বিতরণ করা হয়েছে। আগামী বছর ২০ হাজারের বেশি গাছের চারা রোপন এবং বিতরণ করা হবে এমনটাই পরিকল্পনা করা হয়েছে। আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর ও পরিছন্ন বাংলাদেশ উপহার দিতে গাছের বিকল্প নেই। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহিরুল ইসলাম, খাতের আলী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট নিজাম উদ্দিন, মধুপুর হোদিরোন নেহা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, সুগ্রীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা দিবা, আনোয়ার হোসেন, শাহজাহান, হাফিজুর রহমান ঝন্টু, টিপু সুলতান, রেজাউল করিম, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ইবি প্রতিনিধি তুহিন ইসলাম। সভাপতির সমাপনী বক্তব্য রাখেন মিতালি ক্লাবের সাবেক সদস্য আসাদুল হক ফিন্টু। পরিচালনা করেন মিতালী ক্লাবের সদস্য ও ক্যান্ডিড অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হুসাইন।

    Spread the love