আশরাফুল আলমঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শীর্ষ আওয়ামী লীগ নেতা শামীম হোসেন মোল্লাকে গতকাল রাতে নিজ বাড়ি থেকে তুলে নেয় ডিবি পরিচয়ধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত। এ ঘটনার সময় তারা নিজেদের গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দেয় এবং কোনো ধরনের আইনি কাগজপত্র ছাড়াই জোরপূর্বক শামীম হোসেনকে তুলে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, রাতেই একটি অজানা নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। তারা দ্রুত টাকা নিয়ে নির্ধারিত জায়গার উদ্দেশ্যে রওনা দেন। তবে গোপালগঞ্জের মকসেদপুর এলাকায় একটি চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে অপহরণকারীরা। বাধা পেয়ে তারা শামীম হোসেনকে রেখে পালিয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তিনি অক্ষত অবস্থায় উদ্ধার হন এবং সকালে নিজ বাড়িতে ফিরে আসেন। তার ফিরে আসার খবরে শত শত নেতাকর্মী বাড়িতে ছুটে যান এবং এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, শৈলকুপা থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় ফরিদপুর ভাংগা থানার সহায়তায় চারজন অপহরণকারীকে একটি মাইক্রোবাস সহ আটক করছি। অন্য মাইক্রোবাসে থাকা অপহরনকারীরা পালিয়ে যায়। তাদের সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি।