নিজস্ব প্রতিবেদকঃ
তিতুমীরের জন্মদিনে বাংলাদেশ থেকে নির্বাচিত কুষ্টিয়ার প্রবীণ কবি ও সাংবাদিক আব্দুর রশীদ চৌধুরী’কে তিতুমীর সম্মান প্রদান করলেন চন্দ্রনাথবসু।
কলকাতা কফি হাউসে আজ শনিবার (২৭ জানুয়ারি,২০২৪) একঝাঁক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে বাংলাদেশের প্রবীন কবি ও সাংবাদিক আব্দুর রশীদ চৌধুরী কে তিতুমীর সম্মান প্রদান করেন পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের সম্পাদক চন্দ্রনাথবসু। উপস্থিত ছিলেন কবি ধ্রুবব্রত দত্ত , কবি ও শিক্ষিকা সুপর্ণা কর্মকার, শিশু কবি স্বপ্ন প্রামানিক, কবি, প্রকাশক মধুমিতা ধূত, বিশিষ্ট শিক্ষক সন্দীপন প্রামানিক প্রমূখ। এসময় তিতুমীরের জীবনী নিয়ে আলোচনা করেন ধ্রুবব্রত দত্ত। সবশেষে তিতুমীরের জন্মদিন উপলক্ষে সকলকে বই উপহার দেন।
এছাড়াও কলকাতা বই মেলাতে ‘সবুজ মন’ পত্রিকা প্রকাশ করবেন কবি আব্দুর রশীদ চৌধুরী। ঐদিন আব্দুর রশীদ চৌধুরী কে সেরা বাঙ্গালী কবি সম্মান প্রদান করা হবে। চন্দ্রনাথবসু সকলকে বই মেলায় সবুজ মন সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
প্রবীণ কবি ও সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী আমাদের কুষ্টিয়াবাসির অহংকার। তিনি বৃহত্তর কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এই দৈনিক পত্রিকাটি দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতির সংবাদের সেতু বন্ধনের মুখপত্র বলা হয়। এছাড়াও তিনি কুষ্টিয়ার স্থানীয় ঐতিহ্য সাপ্তাহিক জাগরনী ও দি বাংলাদেশ রিভিউ পত্রিকারও সম্পাদক। তাঁর লেখা কাব্য গ্রন্থঃ নির্জনে আমি একা; প্রেক্ষিতে মুখর নদী, আয়নায় নিসর্গ রমণ (সম্পাদিত) ও কলকাতা থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ তোমার মনকে ছোঁব একদিন’ ইত্যাদি। আমরা কুষ্টিয়াবাসি এই প্রবীণ কবি ও সাংবাদিক কে অভিভাবক হিসেবে পেয়ে যেমন ধন্য তেমনি তাঁকে নিয়ে গর্বও করি।