Pathikrit Most Popular Online NewsPaper

    তুহিন ইসলাম, ঝাউদিয়া থানা প্রতিদিনঃ

    কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় ‘ঝাউদিয়া থানা’ বাস্তবায়ন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অতি দ্রুততম সময়ের মধ্যে ঝাউদিয়া থানা’র কার্যক্রম শুরু না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বৈঠকে উপস্থিত ৬ ইউনিয়নের বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

    প্রথম অধিবেশন শেষে ১০১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে হায়াত আলী বিশ্বাসকে আহ্বায়ক ও হায়াত আলী বিশ্বাস (চেয়ারম্যান) কে সদস্য সচিব করা হয়।এছাড়াও আলফাজ উদ্দিন বিশ্বাস, মোহাম্মদ সেলিম রেজা, সাইফুল ইসলাম, হায়দার আলী মাস্টার ও ডাক্তার সাদ আহমেদ কে যুগ্ম আহ্বায়ক করা হয়।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩ টায় ঝাউদিয়া বাজারের পানের হাটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ৬ ইউনিয়নের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলাধীন ঝাউদিয়া, উজানগ্রাম, আব্দালপুর, মনোহরদিয়া, পাটিকাবাড়ী, গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবি আদায়ে করণীয় শীর্ষক বিশেষ বৈঠক করেন।

    হায়াত আলী বিশ্বাসের সভাপতিত্বে এবং ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব গোলাম কিবরিয়া ও ঝাউদিয়া ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম আজম এর পরিচালনায় বক্তব্য রাখেন, ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান, ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস, ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ সাদ আহমেদ, ইউনিয়ন জামায়াতের আমির বাবর আলী, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির হায়াত আলী বিশ্বাস চেয়ারম্যান, আবু আহাদ আল মামুন দ্বীপু মীর, আলফাজ উদ্দিন বিশ্বাস, মোহাম্মদ সেলিম রেজা, সাইফুল ইসলাম, হায়দার আলী মাস্টার, ডাক্তার সাদ আহমেদ, ঝাউদিয়া ইউপি সদস্য শামসুর রহমান বাটুল ও কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল প্রমুখ।ঝাউদিয়া থানার কার্যক্রম অতি দ্রুততম সময়ের মধ্যে শুরু না হলে তাঁরা মানবন্ধন, হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করবেন বলে হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের এই হুশিয়ারিকে সমর্থন জানিয়ে সাধারণ জনগণও কর্মসূচিতে অংশগ্রহণের কথা জানান।

    Spread the love