Pathikrit Most Popular Online NewsPaper

    ঝিনাইদহ প্রতিনিধি:

    বিভিন্ন দাবীতে ২য় দিনের মত কর্মবিরতি পালন করছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকেই কর্মবিরতি দিয়ে বিদ্যুৎ অফিসের সামনে তারা কর্মবিরতি শুরু করে।

    সেসময় ঝিনাইদহ পল্লী বিদ্যুতের এজিএম আজাদুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী, জুনিয়র ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার শহিদুল ইসলাম, লাইনম্যান মনিরুল ইসলাম, মোকাররম হোসেন, মিলন কুমার বিশ্বাস, মোহাদ্দেস হোসেন, লাইন ক্রু লেভেল ওয়ান জামিরুল ইসলামহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

    সেসময় বক্তারা চাকুরীবিধি বৈষম্য দুরীকরণ, সাময়িক বহিস্কৃত কর্মকর্তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার, চাকুরী নিয়মিতকরণসহ কয়েক দফা দাবী বাস্তবায়নে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

    এদিকে তাদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছে বিদ্যুৎ অফিসে সেবা নিতে আসা গ্রাহকরা। গত ২ দিন ধরে অফিসে এসে ফিরে যেতে হচ্ছে তাদের।

    Spread the love