Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম, সেবা) মনোনীত পেলেন ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ। 

    জানা যায়, গত ১লা ডিসেম্বর ২০২২ হতে ১০ই জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ মনোনীত করা হয় তাঁকে।

    উল্লেখ্য সিলেটের গোয়াইনঘাটের জাফলং, মায়াবর্তী ঝর্ণা, পান্তুমাই, বিছনাকান্দি, রাতারগুলসহ পর্যটন স্পটের জোয়ারদার, তিনকার্ড, মাদক, ইয়াবা বিক্রি বন্ধে ব্যবস্থা নেয়া এবং জড়িতদের আইনের আওতায় আনা, পর্যটন এলাকায় খোলা পায়খানা বন্ধ করা, পিকনিক স্পটসমূহে ফেলে রাখা পলিথিনের ব্যাগ, খাবারের প্যাকেট, বোতলসমূহ, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে জনসচেতনতা সৃষ্টিসহ পর্যটকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, গোয়াইনঘাটের পর্যটন স্পটসমূহে পর্যটকদের শান্তিপূর্ণ আগমন, অবস্থান এবং ভ্রমণ শেষে তাদের নিরাপদ প্রস্থানে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণসহ গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছেন ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ।

    ১লা আগস্ট ২০১৯ গোয়াইনঘাটের জাফলং পর্যটন পুলিশের ওসি হিসেবে যোগদানের পর পর্যটকদের কল্যাণে ও পর্যটন ব্যবস্থাপনায় দক্ষতার সহিত দায়িত্ব পালন করায় ইতিপূর্বে বাংলাদেশের পর্যটন পুলিশের সেরা ওসির পুরস্কারে ভূষিত হন রতন শেখ। গত ৭ই জানুয়ারি (২০২০) রাজারবাগ পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারীর কাছ থেকে আইজিপি পদক গ্রহণ করেন ওসি রতন শেখ।

    এর আগে ২০১৪ সালে জাতিসংঘ (সুদান) পুলিশ পদক এবং ২০১৯ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয় থানা অফিসার ইনচার্জ হিসেবে পরপর তিন বার কুষ্টিয়া জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কৃত হয়েছেন। কুষ্টিয়া ইবি থানায় চাকরি করা কালীন তিনি মানবিক কাজের জন্য সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছিলেন।এছাড়া ২০২২ সালের শুদ্ধাচার পুরস্কার পান।

    রতন শেখ জানান, আমার এ সাফল্য পুরো জাফলং পর্যটন কেন্দ্রের জন্য একটি অহংকার। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমি আমার কর্মের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি হতে চাই জনগণের ভালোবাসার ওসি। আমার কাজে জনগণ পুলিশ কে সাধুবাদ জানাবে এই চেষ্টা আমার। সবার সহযোগিতা ও দোয়া নিয়ে সামনের দিকে অগ্রহসর হতে চাই। (ওসি) রতন শেখের বাড়ি বাগেরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড, হরিণ খানা গ্রামে।

    Spread the love