Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া অফিসঃ

    বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে স্কুল পর্যায়ে দেশের সবচেয়ে বড় বিজ্ঞান বিতর্ক আসর ‘দশম বিএফএফ- সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব’।

    ৬ মার্চ (বুধবার) সমকাল সুহৃদ সমাবেশ কুষ্টিয়া শাখার আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে কুষ্টিয়া প্রেসক্লাবে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

    উৎসবে যুক্তি-পাল্টা যুক্তি দিয়ে কুষ্টিয়া ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

    শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা নাসিরন আক্তার রোজা। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার আটটি বাছাইকৃত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়গুলো হল, ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়, দিনমনি মাধ্যমিক বিদ্যালয়, বারখাদা মাধ্যমিক বিদ্যালয়, সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়, আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক লাল মোহাম্মদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাম্মী আক্তার, কুষ্টিয়া সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আবদুল্লাহ আল মামুন, কুষ্টিয়া জেলা স্কুলের সহকারি শিক্ষক জাকির হোসেন, মেরিট মডেল স্কুলের শিক্ষার্থী সাবেক বিতার্কিক মাহমুদুল ইসলাম প্রান্ত। এছাড়া মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেনন, সমকাল সুহৃদ সমাবেশে কুষ্টিয়া সাবেক সভাপতি, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ এর মহাসচিব ও শিক্ষাবীশ আইনজীবী শামীম রানা ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও লেখক গবেষক ইমাম মেহেদী।

    বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, ‘কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বসির উদ্দিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারন সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন ও সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা। সুহৃদদের পক্ষে ছিলেন সভাপতি আবু তালহা, সরকারি কলেজ শাখার সভাপতি ইলিয়াস হোসেন, সাধারন সম্পাদক ফারাবি, জেলা কমিপির এসএম পারভেজ, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ এর সংগঠক তানভীর আহমেদসহ অন্যরা।

    Spread the love