নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার মৃত্যু এবং সভাপতি এসএম জিলানী ও তার সহধর্মিনীর উপর হামলা ও হত্যার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা জায়েদ রুমী স্কোয়াড চত্বরে এসে শেষ হয়।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, শহর শাখা স্বেচ্ছাসেবক দল ছাড়াও কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রকৌশলী জাকির হোসেন সরকার।
জাকির হোসেন সরকার বলেন, গোপালগঞ্জে এস এম জিলানীর গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করা হয়েছে। তিনি এই ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভাপতির বক্তব্যে আব্দুল হাকিম মাসুদ বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আরো বৃহত আন্দোলন গড়ে তোলা হবে।