আশরাফুল আলমঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ জানুয়ারী) দুপুরে উপজেলার মাটিলা সীমান্ত থেকে এ কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
পরে কচ্ছপগুলোকে বন বিভাগে হস্তান্তর করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল সালাহ উদ্দিন।
তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে কচ্ছপ পাচারের খবরে মাটিলা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছিল। সেসময় এক বাংলাদেশি ভারত থেকে দেশে ঢোকার পর তার পথরোধ করে বিজিবি। তখন একটি বস্তা ফেলে পালিয়ে যান অজ্ঞাত পাচারকারী যুবক। পরে বস্তাটি তল্লাশি করে ৪০টি কচ্ছপ পায় বিজিবির টহল দল।