Pathikrit Most Popular Online NewsPaper

    খন্দকার আহসান হাবীব, কুষ্টিয়া প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব, দুঃস্থ এবং জন সাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট বাজার সংলগ্ন তৈয়ব উদ্দিনের চাতালে উপজেলা যুবদল এ চিকিৎসা সেবার আয়োজন করে। উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মাজেদের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে ফ্রী মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান বক্তা কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

    বক্তারা বলেন, দেশকে ভালোবাসতে হলে, নিজেকে ভালোবাসতে হবে। তাই নিজের প্রতি দায়িত্বশীল হতে হবে সাথে শারীরিক সুস্থতা নিশ্চিত করতে হবে। ফ্রী মেডিকেল ক্যাম্পের সাথে সাথে জন-সাধারণের মাঝে স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি নিয়ে সচেতন মূলক কর্মসূচি করতে হবে। 

    এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদল সভাপতি আল-আমিন কানায়, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক শতাধিক জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

    Spread the love