Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    ঝিনাইদহের শৈলকুপায় “কে বলে দাঁড়িয়ে আছি” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোলকনগর গ্রামে কবি বঙ্গ রাখাল প্রতিষ্ঠিত গোলাম রসুল স্মৃতি পাঠাগারের আয়োজনে শনিবার সন্ধ্যায় এই মোড়ক উন্মোচন ও সাহিত্যসভা অনুষ্ঠিত হয় ।

    কবি বঙ্গ রাখালের সভাপতিত্বে বরেণ্য লোককবি মোঃ হাসানুজ্জমান, কবি রণভী শের, লেখক সুজন বিপ্লব, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ আশরাফ আলী, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বাংলা বিভাগের প্রভাষক আব্দুল গফফার, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ইমাম মেহেদী ও লোককবি আব্দুল মজিদ পঞ্চ অতিথি হিসাবে আলোচনায় অংশগ্রহন করেন।
    অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ইউপি সদস্য আলম রায়হান খান, আমিনুর রহমান, কবির হোসেন, অনীক সিদ্দিকী প্রমুখ কবি ও শিল্পীরা কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা করেন।
    কবি বঙ্গ রাখালের সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, প্রত্যন্ত গ্রামীণ জনপদে এই অবরুদ্ধ সময়ে কবি বঙ্গ রাখালের পাঠাগার আন্দোলন ও সাহিত্যচর্চা সমাজ পরিবর্তনের আলোকবর্তিকা হয়ে সর্বত্র ছড়িয়ে পড়বে। কূপমণ্ডূকতা, কুসংস্কার, মৌলবাদবিরোধী, অসম্প্রায়িক, গণতান্ত্রিক, বিজ্ঞানমুখী ও প্রগতিশীল সমাজ বিনির্মাণের অনবদ্য ভাষ্য ‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ পাঠককুলে সমাদৃত হবে বলে আলোচকগণ আশাবাদ ব্যক্ত করেন।

    Spread the love