নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বাদ জোহর কুষ্টিয়া জজ কোর্ট প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় এ্যাড. শামিম উল হাসান অপু বললেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজ এই মহান নেতার ৪৩তম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে আমরা এই মহান নেতাকে গভীরভাবে স্মরণ করি। মহান আল্লাহ তায়ালার কাছে মহান এই নেতার আত্মার মাগফেরাত কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, এ্যাড. আব্দুল ওয়াদুদ মিয়া, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সদস্য এ্যাড. আব্দুল আজিজ মিলন, এ্যাড. আব্দুল মজিদ, এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম, এ্যাড. আজমল হোসেন, এ্যাড. শাতিল মাহমুদ, এ্যাড. হাসান রাজ্জাক রাজু, এ্যাড. রোকনুজ্জামান সাজু, এ্যাড. বুলবুল আহমেদ লিটন, এ্যাড. কাজল রেখা, এ্যাড. নাজিম উদ্দিন, এ্যাড. হাফিজুর রহমান হীরা, এ্যাড. একরাম হোসেন, এ্যাড. আরিফুজ্জামান লিফটন, এ্যাড. খায়রুল ইসলাম, এ্যাড. জমিরন খাতুন, এ্যাড. আবু হেনা মোস্তফা কামাল জুয়েল, এ্যাড. আশরাফুল রেজা শিমুল, এ্যাড. আজিম মঞ্জু, এ্যাড. মাহফুজুর রহমান, এ্যাড. বদিউজ্জামান, এ্যাড. মাহফুজউল্লাহ, এ্যাড. ইকবাল খান, এ্যাড. সিমা, এ্যাড. রুনা প্রমূখ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।