দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। গতকাল শপথ নিয়েছেন আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি এবং অন্যান্য দলের ২৯৭ জন নবনির্বাচিত এমপি। এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। এ ছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীসহ ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে আজ বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেয়া হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। এ জন্য পুরো প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নিতে পুরাতনদের মধ্যে ফোন পেয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ হুমায়ুন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), ডা: দীপু মনি (চাঁদপুর-৩), তাজুল ইসলাম (কুমিল্লা-৯), আনিসুল হক (ব্রাহ্মণবাড়ীয়া-৪) ও ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭) রয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। অবশ্য নতুন মন্ত্রিসভায় তারা কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন তা জানা যাবে দফতর বণ্টনের পর।
বর্তমান মন্ত্রিসভায় আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আনিসুল হক আইন মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাজুল ইসলাম স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, ড. হাছান মাহমুদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, নূরুল মজিদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয় এবং ডা: দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন। (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মো: আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়ীয়া-৩), মো: আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯) ফরহাদ হোসেন মেহেরপুর-১), মো: ফরিদুল হক খান (জামালপুর-২), মো: জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), স্থপতি ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন মন্ত্রী হওয়ার তালিকায় রয়েছেন। এ ছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে তালিকায় রয়েছেন ১১ জন। তারা হলেন- সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো: মহিববুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ও আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬)।জানা গেছে, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদফতর। পাশাপাশি অতিরিক্ত আরো পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেয়া যায়।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী ছিলেন। তফসিল ঘোষণার পর টেকনোক্র্যাট দু’জন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পদত্যাগ করেন। তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি আরো তিনজন প্রতিমন্ত্রী। তারা হলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেননি। মন্ত্রিসভার বাকি সবাই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তবে তাদের মধ্যে তিনজন প্রতিমন্ত্রী এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। তারা হলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। ক্ষমতাসীন দলের মনোনয়ন না পাওয়া এবং নির্বাচনে পরাজিত হওয়া ছয়জন প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভায় থাকছেন না বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।
অনলাইন ডেস্ক