চলমান হরতাল- অবরোধের ১ মাস

কুষ্টিয়া জেলা ছাত্রদলের অবরোধের সমর্থনে মিছিলের ফাইল ছবি
কুষ্টিয়া অফিস।।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির দেওয়া নবম দফার হরতাল-অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে আজ ভোর ৬টায়। চলমান এই আন্দোলনে ভার্চুয়ালী কর্মসূচি ঘোষণা করা হলেও ঢাকা সহ সারাদেশের রাজপথে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না।
একসময়ের বিএনপির ভোট ব্যাংক খ্যাত কুষ্টিয়া জেলার চিত্রও অভিন্ন। কর্মসূচি ঘোষণার প্রথম ও দ্বিতীয় দফায় আন্দোলন সংগ্রামে জেলার নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেলেও এখন রাজপথে তেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। ছোট খাটো ঝটিকা মিছিল করে কোন রকম কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে দলটির নেতাকর্মীরা।
গত ১মাসে জেলার ৭টি থানায় নাশকতার অভিযোগে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২৩টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৭শ ২২ জনকে। মামলায় গ্রেপ্তার হয়েছেন দলটির প্রায় ২ শতাধিক নেতাকর্মী। জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতা-কর্মীরা বর্তমানে কারাবন্দী রয়েছেন।
দলটির সংকট মুহূর্তে গত ১ মাসে ডজন খানেক মামলা হয়েছে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের নামে। গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত যতগুলো মামলা হয়েছে তার অধিকাংশ মামলায় নাম রয়েছে তাদের। কর্মসূচিতে খুব বেশি উপস্থিতি দেখা না গেলেও ফেরারি অবস্থায়ও ছোট্ট পরিসরে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করে চলেছেন বিএনপির এই অঙ্গ সংগঠনটি।
সূত্রে জানা যায়, গত ২৮শে অক্টোবরের পর থেকে কুষ্টিয়ায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়েছে ২৪টি। এইসব মামলায় ৫ শ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি দেখানো হয়েছে ১হাজার ২শ ৬৬ জনকে। মামলা ও গ্রেফতার আতঙ্কে জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনে কয়েক হাজার নেতাকর্মী বাড়ি ছাড়া হয়ে পলাতক রয়েছেন।
প্রসঙ্গে কথা হয় কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তছলিম উদ্দিন নিশাতের সাথে। তিনি বলেন- অবৈধ সরকার কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমাদের আন্দোলন থেকে বিরত রাখার যে বৃথা চেষ্টা করে যাচ্ছে। দেশের গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে বিগত ১ মাস ১৫ দিন ঘরের বাইরে অবস্থান করছি। এই সরকারের পতন না ঘটা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
একই প্রসঙ্গে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন- মামলা হামলা চালিয়ে আমাদেরকে একদফার আন্দোলন থেকে সরানো যাবে না। যতদিন শরীরে প্রাণ আছে আমরা আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকবো ইনশাআল্লাহ।