Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    মায়ের সাথে পরকিয়া প্রেমেরে জেরে ঝিনাইদহের শৈলকুপায় ভাতিজার হাতে চাচা লাল্টু মোল্যা (৩৬) খুন হন।

    এঘটনায় শনিবার ভাতিজা মিরাজকে গ্রেফতার করে পুলিশ। এরপর অপর আসামি মিম আসাদকে আজ (মঙ্গলবার) সকালে উপজেলার রয়েড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শৈলকুপা থানাপুলিশ। মিম আজাদ ভবানিপুর গ্রামের ইটালী প্রবাসী লকাই মোল্যার ছেলে।

    এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধূরী।

    লাল্টু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক মনিরুজ্জামান হাজরা জানান, লাল্টু হত্যাকান্ডের ঘটনায় লাল্টুর দুই ভাতিজাকে আসামী করে একটি মামলা দায়ের হয়। গত শনিবার মিরাজ এবং সোমবার সকালে মিম আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।

    উল্লেখ্য, ভবানিপুর গ্রামের ইটালী প্রবাসী লকাই মোল্যার স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তার চাচাতো ভাই পার্শ্ববর্তী কাকুড়িয়াডাঙ্গা গ্রামের লাল্টু মোল্যা। এক বছর আগে লাল্টু ও লকাইয়ের স্ত্রী পালিয়ে বিয়ে করে আত্মগোপনে বসবাস শুরু করেন। ঘটনার কয়েকদিন আগে লাল্টু বাড়ি ফিরলে লকাই তার স্ত্রীকে ফিরে পেতে ব্যর্থ হয়ে ইটালী ফিরে যায়। এ ঘটনায় লকাইয়ের দুই ছেলে মিম আসাদ ও মিরাজ চাচা লাল্টুর উপর ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে কাকুড়িয়াডাঙ্গা গ্রামের মাঠে কুপিয়ে হত্যা করে লাল্টুকে।

    Spread the love