Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যূত সাংবাদিকদের পূণর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের নবাব সিরাজুদ্দৌলা সড়কের প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন কেইউজে’র সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এস. এম মাহফুজ উর রহমানের সঞ্চালনায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু, সহ সভাপতি মজিবুল শেখ, প্রচার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, বাংলাভিশন ও দৈনিক দেশরূপান্তর পত্রিকার কুষ্টিয়া হাসান আলী, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, সিনিয়র সাংবাদিক সামসুল আলম স্বপন, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার সহ-সম্পাদক রাসেল পারভেজ, দৈনিক কুষ্টিয়া’র নির্বাহী সম্পাদক আলী মুজাহিদ প্রমূখ।

    এসময় বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা ও কুষ্টিয়ায় নিহত সাংবাদিক রুবেল হত্যাসহ দেশের সকল সাংবাদিকদের হত্যার বিচারের দাবী জানান। এছাড়াও সাংবাদিক নেতারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ চাকরিচ্যূত সাংবাদিকদের পূণর্বহালের দাবিও জানান। এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ জিহাদ, কোষাধ্যক্ষ ও দৈনিক দেশতথ্য পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক, দৈনিক কালবেলা ও এটিএন বাংলা কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদ, দৈনিক দি টিচারে সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস, জিটিভি’র কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক বাংলার কুষ্টিয়া প্রতিনিধি নাব্বির আল নাফিজ, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মিরাজুল ইসলাম, যমুনা টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমীন বাবু, আনন্দ টিভির প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রিগান, দৈনিক নয়দিগন্ত (ডিজিটাল) কুষ্টিয়া প্রতিনিধি সোহাগ মাহমুদ, দৈনিক প্রতিদিনের সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল আলম ইভান, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার সহ-সম্পাদক মাহফুজ্জামান তিতাস, ইবি প্রতিনিধি তুহিন ইসলামসহ কুষ্টিয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    Spread the love