নিজস্ব প্রতিবেদক ॥
কুষ্টিয়া পৌর এলাকার ১৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ ৩ জনকে ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে কুষ্টিয়া পৌর ১৪নং ওয়ার্ডের জুগিয়া সবজি ফার্ম এলাকায় ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র সহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, কুষ্টিয়া পৌরসভার জুগিয়া সবজি ফার্ম এলাকার মৃত আসমত আলী বিশু প্রামাণিকের ছেলে ও ১৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৪০), শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত অলিউল্লাহ ছেলে সাদিকুর রহমান জিল্লু (৩৫) ও পূর্ব মজমপুর এলাকার আবুল কাশেমের ছেলে রাজু আহম্মেদ (৩৫)। তাদের কাছ থেকে ১৮ বোতল ফেন্সিডিল, দুইটা বড় ধারালো ছুরি, তিনটা বাটাম ও দুইটা হাতুর উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
স্থানীয় দৈনিক পত্রিকার কয়েকজন প্রতিনিধি সেখানে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদের বাঁধা দেন কয়েকজন যুবক। তা ফুটে উঠেছে Global News ফেসবুক পেজ গোপনে লাইভ করেন। সেই লাইভে দেখা যায় লাইভকারি একাধিকবার জব্দকৃত মালামাল দেখতে চাচ্ছেন তবে কেউ তা দেখাচ্ছেন না। সেখানে কয়েকজন স্থানীয় পত্রিকার রিপোর্টারকে ছবি ও ভিডিও ধারণ করতে বাধাগ্রস্ত করা হচ্ছে। যেই গাড়িতে উদ্ধারকৃত আলামত ও আসামিদের আনা হয় সেই গাড়ির নম্বর ঢাকা মেট্রো-চ ৫৩-১২২২।
জানা যায়, জুগিয়া সবজি ফার্ম এলাকায় দীর্ঘদিন ধরে ১৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান একটি অফিস রয়েছে। যদিও এলাকাবাসী বলছেন এই অফিস ওয়ার্ড যুবলীগের কর্যালয় বলে চললেও এখানে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চলে। এর আগেও এখানে ওয়ার্ড কাউন্সিলরের লোকজনের সাথে হাফিজুরের সংঘর্ষের ঘটনা ঘটে। ওয়ার্ড কাউন্সিলর মাদক ব্যবসা বন্ধ করতে বলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।
কুষ্টিয়া পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর (প্যানেল মেয়র-১) শাহিন উদ্দিন জানান, ওয়ার্ড যুবলীগের কার্যালয়ের আড়ালে ওই অফিসে মাদকের ব্যবসা চলে দীর্ঘদিন ধরে। নিষেধ করায় ইতিপূর্বে একবার সংঘর্ষের ঘটনা ঘটে।
কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জুগিয়া ওই এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। যুবলীগের কার্যালয়ে অনেকেই আসেন। এখন দেখতে হবে তাকে ফাঁসানো হচ্ছে কিনা। যদি সে সত্যিকারের অপরাধী হয়ে থাকে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ (খুলনা বিভাগ) বলেন, কেউ মাদক ব্যবসার সাথে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। যুবলীগে এই ধরণের কোন ব্যক্তির জায়গা নেই। সংগঠনের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া পৌর ১৪ নং ওয়ার্ডের জুগিয়া সবজি ফার্ম এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৮ বোতল ফেন্সিডিল ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।