Pathikrit Most Popular Online NewsPaper

    জসীম মাষ্টারের ফাইল ফটো

    কুষ্টিয়া অফিস।। সরকারি অনুদানের টাকা নয় ছয় করার অভিযোগের প্রেক্ষিতে তথ্য চাওয়ায় এবার সাংবাদিককে হুমকি দিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসীম মাষ্টার নামের এক ব্যক্তি। 

    রোববার বিকালে কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহ-সম্পাদক শাহারিয়া ইমন রুবেলকে মুঠোফোনে মাধ্যমে হুমকি দেন জসীম মাষ্টার নামের ঐ ব্যক্তি। হুমকি দাতা জসীম মাষ্টার কুমারখালী উপজেলার চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও জোতমোড়া এলাকার মৃত. তক্কেল মন্ডলের ছেলে। 

    চলমান অর্থবছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সারাদেশের ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পারফরম্যান্স বেজড গ্র‍্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয় ৫ লক্ষ টাকা অনুদান পায়। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম এর আওতায় বিতরণকৃত “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG/MMAG/GBAG)” এর অর্থ গ্রহণ পূর্বক খাতভিত্তিক ব্যয় করার কথা স্পষ্টভাবে উল্লেখ করা ছিল। খাতগুলো হলো- শিক্ষকবৃন্দের জন্য প্রণোদনা ১ লক্ষ টাকা, বইপত্র লাইব্রেরি শিক্ষা উপকরণ এবং গবেষণাগার সরঞ্জাম ইত্যাদি খাতে ১ লক্ষ ৫০ হাজার টাকা, ছাত্র-ছাত্রী বিশেষ করে ছাত্রীদের জন্য স্কুল/কলেজ/মাদ্রাসা/ফ্যাসিলিটির (অবকাঠামো, বিশুদ্ধ পানি, শৌচাগার, কমনরুম ইত্যাদি) উন্নয়ন ১ লক্ষ ২৫ হাজার টাকা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা ব্যয় ৭৫ হাজার টাকা ও প্রতিবন্ধী/বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ফ্যাসিলিটি উন্নয়ন ৫০ হাজার টাকা। উপরে উল্লেখিত খাতগুলোর মধ্যে শুধুমাত্র শিক্ষকবৃন্দের প্রণোদনা ১ লক্ষ টাকা ও ২শ ইট ক্রয় করে স্কুলের মুল গেট সংলগ্ন ভাঙ্গা প্রাচীর নির্মাণ করা করতে অনুদানের টাকার একটি অংশ ব্যয় করা হয়েছে। 

    অনুদানের বাকী টাকা আত্মসাতের অভিযোগ পাওয়ার পর সঠিক তথ্য পেতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনকে ফোন দেওয়া হলে তিনি জসীম মাষ্টারকে ফোন ধরিয়ে দেন। ফোন নিয়ে জসীম মাষ্টার মুঠোফোনের অপর প্রান্তে থাকা সাংবাদিককে বলেন সাংবাদিকের জন্য কোন বাজেট দেয়নি।

    আপনি এমন কথা বলছে কেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বিভিন্ন ভাবে প্রতিবেদককে চাঁদাবাজ বানানোর চেষ্টা করে। প্রতিবেদক কল রেকর্ড হচ্ছে বললে তিনি নিজেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি পরিচয় দিয়ে বলেন সেলিম আলতাফ জর্জের কাছ থেকে আমার পরিচয় নিয়ে নিয়েন। এরপর তিনি বিভিন্ন নাম্বার দিয়ে হুমকি প্রদান করেন। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেন জসীম মাষ্টার। 

    এদিকে সাংবাদিক শাহরিয়া ইমন রুবেল প্রতিবেদককে জানিয়েছেন, হুমকির ঘটনায় সাংবাদিক নেতাদের সাথে আলাপ আলোচনা চলছে। হুমকি দাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Spread the love