Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিনিধি:

    ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে।

    বুধবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি কোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রচারপত্র বিতরণের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

    এসময় উপস্থিত ছিলেন— বিআরটিএ কুষ্টিয়া অফিসের সহকারী পরিচালক (ইঞ্জি.) আতিয়ার রহমান, নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ, সভাপতি নূরুন্নবী বাবু, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, এবং নিসচা জেলা শাখার নেতা— জাহাঙ্গীর হাফিজ লালু, এস এম আতাউল গণি ওসমান, জুরাইস হোসেন, ওয়াজেদ আলী খান অপু, আবু মনি সাকলায়েন এলিন, মীর আব্দুর রাজ্জাক, মাহফুজ্জামান তিতাস, খন্দকার সোহেল টানু, প্রকৌশলী মাহামুদ আল হাফিজ অভি, মিথুন আলী, আব্দুস সালাম, সানজান ইসলাম প্রেম প্রমুখ।

    আলোচনা সভায় নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তির জন্য দোয়া চান।তিনি বলেন, “নিরাপদ সড়ক আমাদের অধিকার। কুষ্টিয়ার সড়ক এখন পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ফুটপাত দখল, অনিয়ন্ত্রিত অটোরিকশা ও অবৈধ যানবাহনের কারণে।”

    তিনি জেলা প্রশাসকের কাছে দ্রুত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত করা, অটোরিকশা নিয়ন্ত্রণ এবং অবৈধ যান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে মাসে অন্তত দুটি সড়ক সচেতনতামূলক অনুষ্ঠান সরকারিভাবে করার অনুরোধ করেন।

    সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। খুব শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।”

    তিনি আরও জানান, বিদ্যালয়ভিত্তিক সচেতনতা কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিআরটিএ সার্বিক সহায়তা করবেন। জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

    Spread the love