Pathikrit Most Popular Online NewsPaper

    মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার

    নিজস্ব প্রতিবেদকঃ

    একেরপর এক কুষ্টিয়ায় নবায়নবিহীন প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল অপারেশনে রোগীর মৃত্যু ঘটলেও চোখ বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় পত্রপত্রিকায় এমন সংবাদ মাঝেমধ্যেই চোখে পড়ে কুষ্টিয়া বাসীর। এদিকে কুষ্টিয়া জেলায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার। 

    গত বৃহস্পতিবার কুষ্টিয়া লাহিনীবটতলা নবায়নবিহীন প্রাইভেট ক্লিনিক মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটছে। 

    নবজাতকের মামা লাহিনী বটতৈল এলাকার তানজিদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় আমার বোনের প্রসব বেদনা উঠে। আমরা সঙ্গে সঙ্গে মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করি। সেখানে ডাক্তার আব্দুল খালেক সিজার করার কথা ছিল। অ্যানেস্থেসিয়া ডাক্তার না আসায় অপারেশন করতে দেরি করে বেলা আড়াইটার দিকে নরমালে মেয়ে বাচ্চা জন্ম হয়। তবে দেরি হওয়ায় বাচ্চা গর্ভে বাথরুম করে ফেলে। এবং বাচ্চা মারা যায়। ডাক্তারের অবহেলায় আমার বোনের নবজাতক শিশু মারা গেছে।

    নবজাতক কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার রাশিদুল হাসান বাপ্পী স্ত্রী সাদিয়া ইসলাম সান্তার মেয়ে।

    মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের মালিক মিজানুর রহমান বাচ্চু তার প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়নি শিকার করে বলেন, আমার নারকোটিক্স, ফায়ার ও পরিবেশ অধিদপ্তরের কোন লাইসেন্স নেই। গত কয়েক বছর মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন করা হয়নি। তবে নবজাতকের মৃত্যু এখানে হয়নি। বাচ্চা জন্মের পর কান্নাকাটি করেনি। সেসময় বাচ্চার হার্টবিট ছিল তবে পালস ছিল না। আমরা বাচ্চাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায় সেখানে বাচ্চা মারা গেছে। 

    এদিকে ১৫ জানুয়ারি লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

    অধিদপ্তরের বিভাগীয় পরিচালকদের কাছে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে, যেখানে সাত কর্মদিবসের মধ্যে এই তালিকা পাঠাতে বলা হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) ডা).  আবু হোসেন মো. মঈনুল আহসান এ চিঠি পাঠিয়েছেন।

    এতে বলা হয়েছে, ‘আপনার নিয়ন্ত্রনাধীন এলাকায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্স বিহীন) বেসরকারী হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা বিনা ব্যর্থতায় ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকার বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই আদেশটি জারী করা হয়।

    Spread the love