Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্র থেকে ঘোষিত তালিকায় কুষ্টিয়া-৩ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বাদ দিয়ে জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সোহরাব উদ্দিনের কর্মী-সমর্থকেরা।

    রাত ৯টার দিকে সাবেক এমপি সোহরাব উদ্দিনের অনুসারীরা কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে গিয়ে শেষ হয়। সেখানে তারা রেলগেট ফেলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় কুষ্টিয়া-ঈশ্বরদী ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ সোহরাব উদ্দিন দলীয় রাজনীতিতে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি কখনও দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে লিপ্ত হননি। বিগত ১৬ বছর আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন তিনি। তারা দাবি করেন, কুষ্টিয়া-৩ আসনে একমাত্র যোগ্য প্রার্থী সোহরাব উদ্দিনকেই মনোনয়ন দেওয়া উচিত ছিল।

    বিক্ষোভকারীরা “সোহরাব উদ্দিনকে মনোনয়ন দাও”, “অযোগ্য প্রার্থী মানি না”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

    তারা আরও বলেন, “সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়া মানে কুষ্টিয়ার বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন করা।”

    পরে বিক্ষোভ শেষে অবরোধ তুলে নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।

    এদিকে রাত সাড়ে ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার মধুপুর এলাকায়ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন সোহরাব উদ্দিনের সমর্থকেরা।

    Spread the love