Pathikrit Most Popular Online NewsPaper

    ড.মঈন খান

    রাজনৈতিকভাবে বিএনপি, আওয়ামী লীগ থাকতে পারে। কিন্তু কোনো পেশায় এই দুই দলের বিভাজন কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

    শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিল অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

    এখনও সময় আছে উল্লেখ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংলাপ করে সমস্যার সমাধানের আহ্বান জানান বিএনপির এ নেতা। সরকারকে অপবাদ না নিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতেও বলেন তিনি।

    ড. আব্দুল মঈন খান অভিযোগ করেন, বাকশালের মতো বর্তমানেও সরকার সংবাদপত্রের টুটি চেপে ধরছে। সরকার মানুষকে শুধু কথা বলতে বাধা দিচ্ছে না, তাদের নির্দেশনা অনুযায়ী চলতে বাধ্য করছে ।

    Spread the love