
আশরাফুল আলম, শৈলকুপা।।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে টানা পঞ্চম বারের মত সংসদ সদস্য হিসেব মনোনীত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত নৌকার প্রার্থী জনাব আব্দুল হাই।
রোববার (০৭ জানুয়ারী) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী ঝিনাইদহের-১ আসনের ১১৭টি কেন্দ্রে তিনি ৯৫৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল হাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল তিনি পেয়েছেন ৭৯৭২৮। আব্দুর হাই ১৫৯৪৬ ভোটে বিজয়ী হয়।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত এ আসন থেকে নৌকার সমর্থিত প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর নৌকা প্রতিকে নবম, দশম, একাদশ ও সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হলেন তিনি।
বিগত দিনের ব্যাপক উন্নয়নে অবদান রাখায় বরাবরের মত সংসদ সদস্য হিসেবে আব্দুল হাইকে বেঁচে নেন ভোটাররা। কাঙ্খিত নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পরপরই আনন্দ উৎসবে মেতে উঠে সমর্থকেরা।
উল্লেখ্য, নৌকার প্রার্থী জনাব আব্দুল হাই সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘ দিন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।