Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কুষ্টিয়া ডিসি অফিস ইউনিট শাখার নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

    শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে কুষ্টিয়া ডিসি অফিস ইউনিট শাখার কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোটগ্রহণ শেষে দুপুর ২টায় সার্কিট হাউসে মধ্যাহ্নভোজের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত ফলাফলে দেখা যায়— সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩৫ ভোট পেয়ে খাদিমুল ইসলাম সভাপতি নির্বাচিত হন।

    সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী, এর মধ্যে ২২ ভোট পেয়ে আব্দুল জব্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।অর্থসম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে ২৫ ভোট পেয়ে সাঈদ হাসান বিজয়ী হন।ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কুষ্টিয়া ডিসি অফিস ইউনিট শাখার সাবেক প্রধান উপদেষ্টা এ্যাড. শামিম উল হাসান অপু।তিনি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারকে ধন্যবাদ জানান। পাশাপাশি নির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং যারা এবারে বিজয়ী হতে পারেননি তাদের আগামী দিনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

    উল্লেখ্য, নির্বাচনটি ছিল গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত ও সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন, যা উপস্থিত সদস্যদের প্রশংসা কুড়িয়েছে।

    Spread the love