Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “আমরা চাই সকল রাজনৈতিক দল তাদের বিভেদ ভুলে জনগণের কল্যাণে কাজ করুক। আওয়ামী লীগ এত অত্যাচার করেছে—আমরা চাই বিচারের মধ্য দিয়ে তারা তাদের ভুল বুঝে সঠিক পথে ফিরে আসুক। জাতীয় পার্টি অন্যায়ভাবে তাদের সহযোগিতা করেছে, তারাও যেন উপলব্ধি করে জাতির কাছে ক্ষমা চায়।”

    শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঝিনাইদহ জেলার তিনটি আসনে এবি পার্টির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

    তিনি জানান, ঝিনাইদহ-১ আসনে অ্যাডভোকেট মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ আসনে যুব ইউনিটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাদিউজ্জামান খোকন, ঝিনাইদহ-৩ আসনে মুফতি মুজাহিদুল ইসলাম এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    সভায় জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

    মজিবুর রহমান মঞ্জু বলেন, “২০০৮ সাল থেকে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের পথে নামছে। ২০১৪ সালে একতরফা নির্বাচন করে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন করে তারা গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করেছে। ২৪’র গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, জোর করে ক্ষমতায় থাকা যায় না—তার করুণ পরিণতি একদিন ভোগ করতেই হয়।”

    তিনি আরও বলেন, “শুধু নির্বাচন ব্যবস্থাই নয়, আদালত, প্রশাসন, পুলিশ— এমনকি সেনাবাহিনীকেও বিতর্কিত ভূমিকায় ফেলেছে সরকার। গুম-খুনের মাধ্যমে হাজারো মানুষ নিখোঁজ হয়েছে, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে।”

    বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, “গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনেক আশা ছিল। কিন্তু এখন আমরা দেখছি, সরকার তিনটি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টায় দিশেহারা হয়ে পড়েছে। ফলে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।”

    তিনি বলেন, “গণঅভ্যুত্থানে এবি পার্টির ভূমিকার কারণে আমরা জনগণের সম্মান ও সমর্থন পেয়েছি। এবি পার্টি ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেবে— এটাই আমাদের লক্ষ্য।”

    Spread the love