Pathikrit Most Popular Online NewsPaper

    আলমগীর মন্ডল, মিরপুর কুষ্টিয়া:

    কুষ্টিয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের চাপায় বুড়ো সর্দার (৫৫) ও বিটু ইসলাম (৪০) নামের দু’জনের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় নিহত মিঠু ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকার গায়েন আলীর ছেলে এবং বুড়ো সর্দার সাহেবনগর এলাকার বাসিন্দা।

    হামিদুর রহমান চঞ্চল নামে স্থানীয় এক পল্লী চিকিৎসক জানান, বিকট শব্দে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। আমরা স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখি পাখিভ্যানের দু’জনের মরদেহ রাস্তার পাশে ছিটকে পড়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উল্টে যাওয়া গাড়ীটি উদ্ধার করে। কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের পরির্দশক সৈয়দ আল মামুন জানান, সন্ধ্যায় সাহেবনগর থেকে মোটরচালিত পাখি ভ্যানে এক যাত্রী নিয়ে বহলবাড়ীয়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পাখি ভ্যানটিকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় ভ্যান চালক মিঠু এবং যাত্রী বুড়ো সর্দার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

    Spread the love