Pathikrit Most Popular Online NewsPaper

    নিহত মোশারফ হোসেন মুসার বাড়িতে শোকের মাতম

    আশরাফুল আলম:

    কুষ্টিয়া সদর উপজেলায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামের এক ভ্যানচালককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

    রোববার (১৯ অক্টোবর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    নিহত মোশারফ হোসেন মুসা শান্তিডাঙ্গা গ্রামের মৃত আকবর মণ্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতে বসতঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন তিনি। গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে বারান্দায় মোশারফের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

    নিহতের মেয়ে শিখা বলেন, “ভ্যানচুরির জন্য কেউ এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার জের ধরেই আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।”

    ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, “নিহতের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। শুধু ভ্যানচুরির জন্য এমন নৃশংস হত্যাকাণ্ড নাও হতে পারে, কারণ ভ্যানটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে; দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।”

    Spread the love