
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কেটে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় কুষ্টিয়া জগতি রেলষ্টেশন এলাকায় ট্রেনে কেটে ঐ নারীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার এসআই কায়কোবাদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেলের মধ্যে পরিচয় সনাক্ত না হলে আঞ্জুমান মুফিদুল ইসলাম ট্রাস্টির মাধ্যমে অজ্ঞাত হিসেবে নিহতের লাশ দাফন করা হবে। ওই নারীর আনুমানিক বয়স (৬৫) বছর।