Pathikrit Most Popular Online NewsPaper

    আজাদ সানিঃ
    “বিশ্বজয় যাদের স্বপ্ন- আমরা আছি তাদের সাথে” এই শ্লোগানে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের “মাজিলা পশ্চিমপাড়া দারুল উলুম হাফিজিয়া ও ক্বারিয়ানা মাদরাসা” কর্তৃক আয়োজিত থানা ভিত্তিক প্রথমবারের মত হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷
    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উক্ত মাদরাসার হলরুমে ইবি থানাধীন বিভিন্ন মাদরাসা থেকে আগত হিফজুল কুরআনের ছাত্ররা দুইটি গ্রুপে যথাক্রমে অনূর্ধ্ব ১০ বছর যে কোন ৫ পারা (ধারাবাহিক) এবং অনূর্ধ্ব ১২ বছর যে কোন ১০ পারা (ধারাবাহিক) প্রতিযোগীতায় প্রথম রাউন্ডে অংশ গ্রহণ করেন৷
    প্রথম ধাপের প্রতিযোগীতায় নির্বাচিত ছাত্রদের নিয়ে মাদরাসার মাঠ প্রাঙ্গনে বর্ণিল আয়োজনে চৌকস বিচারক ও অতিথি মেহমানদের সামনে কোমলমতি কুরআনের পাখিরা হিফজুল কুরআন প্রতিযোগীতার ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন৷
    কুরআন প্রতিযোগীতা শেষে অত্র মাদরাসার সভাপতি সিরাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন বড় আইলচারা মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল হামিদ ৷
    মাজিলার কৃতি সন্তান ও ডেনমার্ক প্রবাসী আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ড্যানিশ রয়েল সার্ভিস এপিএস (জিয়া হাসান ডেনমার্ক)-এর সৌজন্যে উক্ত অনুষ্ঠানে অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব ক্বারী মো. মশিউর রহমান এর পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওঃ আবু দাউদ, পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজভী উজ্জামান (কানু), পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন, মাজিলা দারুস সুন্নাহ বহুমূখী মাদ্রাসার মুহতামিম
    হাফেজ মাওলানা মুফতি আলমগীর হোসাইন, অত্র মাদরাসার সেক্রেটারী সামসুল আলম গাজী প্রমূখ ৷
    হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠানে ঢাকা মোহাম্মদপুর শাখার তানজিমুল উম্মাহ হিফজ মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ আসাদুল্লাহ আল গালিব, হুফফাজুল কোরআন ফাউন্ডেশনর কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবু সুফিয়ান ও খুলনা থেকে আগত হাফেজ মাওঃ মুফতি নাজিম উদ্দিন বিচারক হিসেবে প্রতিযোগীদের নির্বাচিত ও বিজয়ী ঘোষণা করেন ৷
    ১০ পারা গ্রুপে সকল প্রতিযোগীকে পিছনে ফেলে অত্র মাদরাসার ছাত্র মোঃ রায়াত রহমান প্রথম স্থান, আব্দালপুর দারুল উলুম হাফিজিয়া মাদরাসার ছাত্র আবু জাফর দ্বিতীয় স্থান ও অত্র মাদারাসার ছাত্র জুবাইর আহমাদ ৩য় স্থান অধিকার করেন এছাড়াও ৫ পারা গ্রুপে কোরআন প্রতিযোগীয় অত্র মাদরাসার ছাত্র ইসমাইল প্রথম স্থান, সামিউল আলীম ২য় স্থান ও ইমন আলী ৩য় স্থান অধিকার করেন ৷
    পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার স্বরুপ নগদ অর্থ, আকর্ষনীয় ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ৷
    এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে অত্র মাদরাসার হেফজখানার শিক্ষক হাফেজ ক্বারী মোঃ ইয়াকুব আলী যশোরী বিশেষ পুরস্কারে ভূষিত হন ৷
    ডেনমার্ক প্রবাসী আব্দুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে বলেন- আমার সার্বিক ব্যবস্থাপনায় এবং ড্যানিশ রয়েল সার্ভিস এপিএস (জিয়া হাসান ডেনমার্ক)-এর সৌজন্যে প্রতিবছর থানা ও জেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগীতা সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অব্যহত থাকবে ইনশাল্লাহ !
    এসময় আরও উপস্থিত ছিলেন আড়পাড়া মাদরাসার সুপার এম এম আক্কাচ আলী, নান্দিয়া মাদরাসার মুহতামিম মাওঃ হাদিউজ্জামান, বটতৈল মাদরাসার মুহতামিম হাফেজ মাও জাহাঙ্গীর আলম, মাজিলা দারুস সুন্নাহ বহুমূখী মাদ্রাসার সহকারী প্রধান হাফেজ মাওঃ সাব্বির আহাম্মেদ, অত্র মাদরাসার সহ সভাপতি শেখ আব্দুল জলিল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷
    অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ৷

    Spread the love