
কুষ্টিয়া অফিসঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন বর্জনের জন্য জনসাধারণকে আহ্বান জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে ১২ তম দিনে মত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি ) দুপুরে কুষ্টিয়া শহরের বড় বাজার,কাঁচা বাজার, মাছ বাজার, মাংসের বাজার ও আশেপাশের এলাকায় অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু বলেন,এই অবৈধ সরকারের ডামি নির্বাচন বর্জন করে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বকুল আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল হোসেন, ইমরান হোসেন ফারাজি, মনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ১২ দিনই এ্যাড. শামিম উল হাসান অপুর নেতৃত্বে কুষ্টিয়র বিভিন্ন এলাকায় ডামি নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করা হয়।