Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার শান্তিডাঙ্গা গ্রামে চাঞ্চল্যকর এক খুনের ঘটনার পর মামলা রুজুর আগেই ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হক মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ দ্রুত ও সফল অভিযানে এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে।

    গত ১৯ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে শান্তিডাঙ্গা গ্রামের ভ্যানচালক মো. মোশাররফ হোসেন ওরফে মুছা শেখ (৫২) নিজ বাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

    খবর পেয়ে মিরপুর সার্কেলের এএসপি মাহমুদুল হক মজুমদার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইবি থানা পুলিশের সঙ্গে মিলে তদন্ত শুরু করেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই হত্যার মূল রহস্য উদঘাটনে সক্ষম হয় পুলিশ।

    পরে সন্দেহভাজন হিসেবে নিহতের ছোট বোনের সাবেক স্বামী রিপন আলী শেখ (৪২)-কে আটক করা হয়। থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে রিপন আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

    পুলিশ জানায়, রিপন তার প্রাক্তন স্ত্রীকে তালাক দেওয়ার পর ওই নারী অন্যত্র বিয়ে করেন। এ ঘটনার জন্য তিনি তার সাবেক শ্যালক মোশাররফ হোসেনকে দায়ী করতেন। ক্ষোভ ও প্রতিশোধের বশে তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে স্বীকার করেছেন।

    অভিযানের সময় হত্যায় ব্যবহৃত দা ও রিপনের পরিহিত রক্তমাখা পোশাক উদ্ধার করে পুলিশ। এসব আলামত থানার হেফাজতে রাখা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

    এ বিষয়ে এএসপি মোহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, “নিহতের স্ত্রী ছখিনা খাতুন বাদী হয়ে ইবি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

    Spread the love